মহাত্মা গান্ধী:- মহাত্মা গান্ধী একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন । তিনি দেশকে স্বাধীনতা দেবার জন্য় অনেক লড়াই করেছিলেন । তাঁর আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী । তিনি একজন প্রকৃত দেশপ্রেমী ছিলেন । ১৯০৫ সালে তিনি প্রথম বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করেছিলেন । তিনি জাতীর জনক হিসাবে উপাধি পেয়েছিলেন । 1942 সালে তিনি “ভারত ছাড়ো আন্দোলন” শুরু করেন। ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন।
Details of Mahatma Gandhi
মহাত্মা গান্ধীর বিশদ
* Name:- Mohandas Karamchand Gandhi.
নাম: - মোহনদাস করমচাঁদ গান্ধী।
* People know him:- Mahatma Gandhi.
মানুষ তাঁকে চেনে:- মহাত্মা গান্ধী নামে |
* Birth:- 2nd October 1869, Porbandar, Gujrat, British India.
জন্ম:- ২ রা অক্টোবর, ১৮৬৯ পোরবন্দর, গুজরাট, ব্রিটিশ ভারত।
* Father's Name:- Karamchand Gandhi.
পিতার নাম: - করমচাঁদ গান্ধী।
* Mother's Name:- Putlibai Gandhi.
মাতার নাম: - পুতলিবাই গান্ধী।
* Siblings:- ভাই-বোন
1/Laxmidas Karamchand Gandhi. [ Brother ]. 1 / লক্ষ্মীদাস করমচাঁদ গান্ধী। [ ভাই ]।
2/Pankunvarben Gandhi. [ Sister]. 2 / পঙ্কুন্বরবেন গান্ধী। [ বোন ]।
3/Muliben Gandhi. [ Sister ]. 3 / মুলিবেন গান্ধী। [ বোন ]।
4/Raliatbehn Gandhi. [ Sister ]. 4 / রালিযত্নে গান্ধী। [ বোন ]।
5/Karsandas Gandhi. [ Brother ]. 5 / কারসান্দাস গান্ধী। [ ভাই ]
* Spouse:- Kasturba Gandhi.
পত্নী: - কস্তুরবা গান্ধী |
* Occupation:- Lawyer, Politician, Activist, Writer.
পেশা: - আইনজীবী, রাজনীতিবিদ, কর্মী, লেখক।
* Children:- Harilal Gandhi. Manilal Gandhi. Ramdas Gandhi. Devdas Gandhi.
শিশু: - হরিলাল গান্ধী। মণিলাল গান্ধী। রামদাস গান্ধী | দেবদাস গান্ধী |
* Awards:-1/ Kaiser-i-Hind Medal (1st Class). পুরষ্কার: - ১ / কায়সার-ই-হিন্দ পদক (প্রথম শ্রেণি)।
2/ Queen's South African Medal. 2 / রানির দক্ষিণ আফ্রিকার পদক।
3/ Natal Native Rebellion Meda. ৩/ নেটাল নেটিভ বিদ্রোহ মেডা।
* Died:- 30th January 1948, New Delhi, India.
মৃত্যু: - ৩০ শে জানুয়ারী ১৯৪৮ , নয়াদিল্লি, ভারত ।
আজকে আমরা মহাত্মা গান্ধীর কিছু চিরন্তন বানী নিয়ে অলোচনা করব । যদি আপনি এটি চান তাহলে আমাদের সাথে অবশ্য়ই যুক্ত থাকুন । এটি জীবনে চলার পথে আপনাকে অনুপ্রেরনা দেবে । আর সময় নষ্ট করার দরকার নেই। সুতরাং শুরু করি.....
* ভালোবাসা দুনিয়ার সব থেকে বড় শক্তি এবং তা দুনিয়ার সবথেকে নম্র কল্পনা।
মহাত্মা গান্ধী
Mahatma Gandhi Quotes In Bengali
( Mahatma Gandhi Bani In Bengali )
মহাত্মা গান্ধীর চিরন্তন বানী
* ক্রিয়া প্রাথমিকতা ব্যক্ত করে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* অধিক সম্পত্তি নয় সরল জীবন খুঁজুন। অধিক ভাগ্য নয় অধিক সুখ খুঁজুন।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* পূর্ণরূপে ‘না’ বলা অন্যকে খুশি করা বা মিথ্যে লুকানোর জন্য ‘হ্যাঁ’ বলার থেকে অনেক ভালো।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* অনেক কারণ আছে যার জন্য আমি মরতে পারি। এমন কোনো কারণ নেই যার জন্য আমি মারতে পারি।
মহাত্মা গান্ধী
* কর্ম তার ফলের থেকে অধিক গুরুত্বপূর্ণ। আপনাকে সঠিক কর্ম করতে হবে। আপনি সেই কর্মের ফল পাবেন কিনা তা আপনার হাতে নেই। তার মানে এই নয় যে আপনি সঠিক কর্ম করা ছেড়ে দেবেন।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আমি তোমাকে শান্তি প্রস্তাব দিচ্ছি। আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছি। আমি তোমাকে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছি। আমি তোমার সুন্দরতা দেখছি। আমি তোমার প্রয়োজন শুনছি। আমি তোমার ভাবনা অনুভব করছি।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* একজন মানুষকে শুধরানোর থেকে একটি ছেলেকে তৈরি করা অনেক সহজ।
মহাত্মা গান্ধী
* তারা আমাদের আত্মসম্মান কে নিতে পারবে না যদি না আমরা তা দিয়ে দিই।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সত্য এক, পথ অনেক।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সরল ভাবে জীবন যাপন করুন যাতে অন্যরা বাঁচতে পারে।
মহাত্মা গান্ধী
* একজন ভীতু ভালবাসা প্রদর্শন করতে অক্ষম, এটা তো বলবান এর বিশেষ অধিকার।
মহাত্মা গান্ধী
* আমার যদি হাস্যরসের কোনও ধারণা না থাকে তবে আমি অনেক আগে আত্মহত্যা করতাম।
মহাত্মা গান্ধী
* সুস্থভাবে বেঁচে থাকার জন্য নূন্যতম যেটুকু অক্সিজেন এবং খাবারের প্রয়োজন, তা পৃথিবী আমাদের হাতে তুলে দেয়। কিন্তু একজন লোভী মানুষ সেটুকুতে সন্তুষ্ট হন না।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* নিজস্ব প্রয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে।
মহাত্মা গান্ধী
* আমি হিংসার বিরোধিতা করি কারণ যখনই মনে হয় হিংসার দ্বারা কিছু ভালো হচ্ছে তখন সেটা অস্থায়ী হয় আর যখন খারাপ হলে সেটা স্থায়ী হয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* যে দুর্বল সে কোনদিনও ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবান এর লক্ষণ।
মহাত্মা গান্ধী
* আপনি সংখ্যায় একজন হলেও সত্য সত্য থাকবে।
মহাত্মা গান্ধী
* প্রত্যেকেই নিজের অঞ্চলের আওয়াজ শুনতে সক্ষম যা প্রত্যেকের মধ্যেই বিদ্যমান।
মহাত্মা গান্ধী
* এমন হতে পারে যে আপনি জানতে পারলেন না আপনার কর্মের ফলাফল কি হল। কিন্তু আপনি যদি কিছু না করেন, তবে কোন ফলাফলই উৎপন্ন হবে না।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আমার জীবন আমার বার্তা।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* গৌরব লক্ষ্য পূরণের প্রচেষ্টার মধ্যে নিহিত থাকে, লক্ষ্য অর্জনে নয়।
মহাত্মা গান্ধী
* আপনি কাউকে হারানোর আগে বুঝতে পারবেন না সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।
মহাত্মা গান্ধী
* আমরা আজ কী কাজ করছি, তার উপর আমাদের ভবিষ্যত নির্ভর করছে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* প্রার্থনা চাওয়া নয়। প্রার্থনা হলো আত্মার লালসা। প্রার্থনা হল প্রতিদিন নিজের দুর্বলতা স্বীকারোক্তি। প্রার্থনার বচনে মন লাগানো, বচন থাকতেও মন না লাগানোর থেকে ভালো।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* প্রতি রাতে, যখন আমি ঘুমোতে যাই, আমি মারা যায়। এবং পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙে, আমার পুনর্জন্ম হয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সত্য কখনই উচিত কারণ এর ক্ষতি করে না।
মহাত্মা গান্ধী
* নিজস্ব জ্ঞানে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা মুর্খতা। মনে রাখবেন সবথেকে শক্তিশালী মানুষ দুর্বল হতে পারে এবং বুদ্ধিমান মানুষ ও ভুল করে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* ভালোবাসা দুনিয়ার সব থেকে বড় শক্তি এবং তা দুনিয়ার সবথেকে নম্র কল্পনা।
মহাত্মা গান্ধী
* মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* পাপ কে ঘৃণা, কর পাপী কে ভালবাসো।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* নিজের ভুল স্বীকার করা জমিতে ঝাট দেওয়ার মতো যা জমিকে উজ্জ্বল এবং পরিষ্কার করে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* মানুষ নিজেকে যা ভাবে তাই হয়ে যায়। যদি আমি ভাবি আমি একটি কাজ করতে পারব না, সম্ভবত আমি কাজটি করতে অক্ষম হয়ে যাব। অন্যদিকে, আমি যদি বিশ্বাস করি যে আমি কাজটি করতে পারব, তাহলে অবশ্যই আমি কাজটি করার জন্য সক্ষমতা অর্জন করব, যদিও প্রথম দিকে আমি কাজটি করতে সমর্থ না হয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* দুনিয়াতে কিছু মানুষ এত ক্ষুধার্ত যে তারা ভগবান কে রুটি ছাড়া অন্য রূপে দেখতে পায় না।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সাতটি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মা হীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* মৃত অনাথ এবং গৃন্দের কি যায় আসে যে এই ধ্বংস সর্বগ্রাসী না স্বাধীনতা বা প্রজাতন্ত্র র মতো প্রবিত্র নামে সম্বন্ধিত।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* ঈশ্বরের কোন ধর্ম নেই।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* চিন্তার থেকে অধিক আর কোন কিছুই শরীরের ক্ষতি করে না এবং যে একটু হলেও ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তার কোনো কিছুর জন্য চিন্তা হলে লজ্জিত হওয়া উচিত।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা, বিচার কে পবিত্র রাখুন এবং সেই ভাবে লক্ষ্য স্থির করুন। সবকিছু ঠিক হয়ে যাবে।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* তুমি যা ই করবে তা অর্থহীন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে তুমি তা করো।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আমার মতে, ভেড়ার বাচ্চার জীবন মানুষের জীবনের থেকে কম মূল্যবান নয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* এই দুনিয়া সবার প্রয়োজন পর্যাপ্ত। কিন্তু সবার লোভের জন্য নয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আমি সাংবাদিক এবং আলোকচিত্রকর ছাড়া সকলের জন্য সমতায় বিশ্বাসী।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* কোন কিছুতে বিশ্বাস করা কিন্তু তাতে জীবন অতিবাহিত না করা অন্যায়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* সন্তুষ্টি প্রচেষ্টার মধ্যে নিহিত, পাওয়ার মধ্যে নয়। পূর্ণ প্রচেষ্টা হল পূর্ণ বিজয়।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* যেখানেই ভালোবাসা সেখানেই জীবন।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা হয়ে যায়, আপনার চিন্তাধারা আপনার শব্দে পরিণত হয়, আপনার শব্দ আপনার কর্ম হয়ে যায়, আপনার কর্ম আপনার অভ্যাসে পরিণত হয়, আপনার অভ্যাস ই আপনার মূল্য, আপনার মূল্য ই আপনার নিয়তি।
মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী
* প্রকৃত ব্যক্তিত্ব একাই সত্য অনুসন্ধান করতে সক্ষম।
মহাত্মা গান্ধী
* তখনই কথা বলো যখন তা মৌন থাকার থেকে ভালো।
মহাত্মা গান্ধী
* আমি কাউকে নোংরা পায়ে আমার মনের মধ্যে হাঁটার অনুমতি দেবো না।
* আমি কাউকে নোংরা পায়ে আমার মনের মধ্যে হাঁটার অনুমতি দেবো না।
মহাত্মা গান্ধী
* ( যখন গান্ধীজিকে পশ্চিমী সভ্যতার সম্পর্কে জিজ্ঞেস করা হয় ) : আমার মনে হয় এটা খুব ভালো পথ হবে।
* ( যখন গান্ধীজিকে পশ্চিমী সভ্যতার সম্পর্কে জিজ্ঞেস করা হয় ) : আমার মনে হয় এটা খুব ভালো পথ হবে।
মহাত্মা গান্ধী
* একটি কাজের মাধ্যমে কাউকে খুশি করা প্রার্থনায় রত হাজার মাথার থেকে ভালো।
* একটি কাজের মাধ্যমে কাউকে খুশি করা প্রার্থনায় রত হাজার মাথার থেকে ভালো।
মহাত্মা গান্ধী
* বিভিন্নতার মধ্যে একতা লাভ করাই আমাদের সভ্যতার সুন্দরতা এবং পরীক্ষা।
* বিভিন্নতার মধ্যে একতা লাভ করাই আমাদের সভ্যতার সুন্দরতা এবং পরীক্ষা।
মহাত্মা গান্ধী
* যখন আমি নিরাশ হয়, তখন আমি মনে করি ইতিহাসে সর্বদা সত্য এবং ভালোবাসার জয় হয়েছে। অনেক স্বেচ্ছাচারী রাজা এবং খুনি কিছু সময়ের জন্য অজয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয়েছে। সর্বদা এই বিষয়টি মনে রাখবে।
* যখন আমি নিরাশ হয়, তখন আমি মনে করি ইতিহাসে সর্বদা সত্য এবং ভালোবাসার জয় হয়েছে। অনেক স্বেচ্ছাচারী রাজা এবং খুনি কিছু সময়ের জন্য অজয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের পতন হয়েছে। সর্বদা এই বিষয়টি মনে রাখবে।
মহাত্মা গান্ধী
* আপনি বন্ধ মুষ্ঠির সাথে হাত মিলাতে পারবেন না।
* আপনি বন্ধ মুষ্ঠির সাথে হাত মিলাতে পারবেন না।
মহাত্মা গান্ধী
* আমার দোষ এবং আমার অসফলতা কে আমি ঈশ্বরের তত বড় আশীর্বাদ মনে করি যতটা আমার সফলতা এবং আমার প্রতিভা কে মনে করি। আর আমি এই দুটোকেই ঈশ্বরের চরণে রাখি।
মহাত্মা গান্ধী
* ধন-সম্পত্তি খারাপ নয়; সম্পত্তির দুর্ব্যবহার খারাপ। কোনো না কোনোভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদায় থাকবে।
* ধন-সম্পত্তি খারাপ নয়; সম্পত্তির দুর্ব্যবহার খারাপ। কোনো না কোনোভাবে সম্পত্তির প্রয়োজন সর্বদায় থাকবে।
মহাত্মা গান্ধী
* আমি দুনিয়ার সব ধর্মের মূল সত্যে বিশ্বাস করি।
* আমি দুনিয়ার সব ধর্মের মূল সত্যে বিশ্বাস করি।
মহাত্মা গান্ধী
* আমরা বন জঙ্গলের সাথে যেটা করছি সেটা আর কিছু নয় আমরা একে অপরের সাথে যা করছি তারই প্রতিফলন।
মহাত্মা গান্ধী
* হ্যাঁ আমি একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ এবং একজন ইহুদি।
* হ্যাঁ আমি একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ এবং একজন ইহুদি।
মহাত্মা গান্ধী
* মনুষ্যত্বের মহানতা মনুষ্য হওয়াতে নয়, দয়ালু হওয়াতে।
* মনুষ্যত্বের মহানতা মনুষ্য হওয়াতে নয়, দয়ালু হওয়াতে।
মহাত্মা গান্ধী
* বিনম্রভাবে আপনি গোটা দুনিয়াকে নাড়াতে পারবেন।
* বিনম্রভাবে আপনি গোটা দুনিয়াকে নাড়াতে পারবেন।
মহাত্মা গান্ধী
* বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোন কিছুই চিরদিন বাঁচেনা।
* বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয়ে একমত যে দুনিয়াতে সত্য ছাড়া আর কোন কিছুই চিরদিন বাঁচেনা।
মহাত্মা গান্ধী
* প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে। আর শান্তি কে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিজেক অপ্রভাবিত রাখতে হবে।
* প্রত্যেক মানুষকে তার নিজের মধ্যেই শান্তি খুঁজতে হবে। আর শান্তি কে বাস্তবায়িত করার জন্য বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিজেক অপ্রভাবিত রাখতে হবে।
মহাত্মা গান্ধী
* মৌনব্রত তখন ভীতু হয়ে যায় যখন পরিস্থিতি সত্য কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করি হয়।
* মৌনব্রত তখন ভীতু হয়ে যায় যখন পরিস্থিতি সত্য কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করি হয়।
মহাত্মা গান্ধী
* যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।
* যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাঁধা-বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভাল মানুষদের জয় হবেই হবে।
মহাত্মা গান্ধী
* নিজেকে যদি খুঁজে পেতে হয়, তাহলে নিঃস্বার্থ ভাবে অপরের জন্য কাজ করে যান।
* নিজেকে যদি খুঁজে পেতে হয়, তাহলে নিঃস্বার্থ ভাবে অপরের জন্য কাজ করে যান।
মহাত্মা গান্ধী
* যদিও আমরা তাকে হাজার নামে চিনি, তিনি আমাদের সবার জন্য সমান।
* যদিও আমরা তাকে হাজার নামে চিনি, তিনি আমাদের সবার জন্য সমান।
মহাত্মা গান্ধী
* কোন কিছু করার সময় হয় সেটা হয় ভালোবেসে করো অথবা করিওনা।
মহাত্মা গান্ধী
* আমি মরতে রাজি, কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি কাউকে মারতে পারি।
* আমি মরতে রাজি, কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি কাউকে মারতে পারি।
মহাত্মা গান্ধী
* ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।
* ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।
মহাত্মা গান্ধী
* একমাত্র স্বেচ্ছাচারী আমি তাকেই মানি যে হল আমার অন্তরের “স্থির ক্ষুদ্র আওয়াজ”।
* একমাত্র স্বেচ্ছাচারী আমি তাকেই মানি যে হল আমার অন্তরের “স্থির ক্ষুদ্র আওয়াজ”।
মহাত্মা গান্ধী
* ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
* ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতা মূল্যহীন।
মহাত্মা গান্ধী
* নিজের দ্বারা সম্ভব এমন কাজ অন্য কে দিয়ে করাবেন না।
মহাত্মা গান্ধী
* প্রথমে তারা তোমাকে অপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে।
* প্রথমে তারা তোমাকে অপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে।
মহাত্মা গান্ধী
* নিজের কর্মফল থেকে বাঁচার চেষ্টা ভুল এবং অনৈতিক।
* নিজের কর্মফল থেকে বাঁচার চেষ্টা ভুল এবং অনৈতিক।
মহাত্মা গান্ধী
* আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্য নির্ভর করছে।
মহাত্মা গান্ধী
* আপনি আজ যা করছেন তার উপর আপনার সম্পূর্ণ ভবিষ্য নির্ভর করছে।
মহাত্মা গান্ধী
* তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো, কিন্তু তুমি আমার মনকে কোনদিনই বন্দী করে রাখতে পারবেনা।
মহাত্মা গান্ধী
* সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে লড়ার শুরু করার আগে, নিজেকে পরিবর্তন করাটা জরুরি।
* সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে লড়ার শুরু করার আগে, নিজেকে পরিবর্তন করাটা জরুরি।
মহাত্মা গান্ধী
* মনুষত্ব র উপর বিশ্বাস হারাবেন না। মনুষত্ব ভালো সাগরের মত। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায় না।
* মনুষত্ব র উপর বিশ্বাস হারাবেন না। মনুষত্ব ভালো সাগরের মত। সাগরের কয়েক ফোঁটা জল নোংরা হলে সমস্ত সাগর নোংরা হয়ে যায় না।
মহাত্মা গান্ধী
* জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে। সত্য আত্মনির্ভরশীল।
* জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে। সত্য আত্মনির্ভরশীল।
মহাত্মা গান্ধী
* খনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবেলা করবেন তাকে ভালবাসার মাধ্যমে জিতবেন।
* খনই কোনো বিরোধীর সঙ্গে মোকাবেলা করবেন তাকে ভালবাসার মাধ্যমে জিতবেন।
মহাত্মা গান্ধী
* নিজেকে জানার সর্বশেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা।
* নিজেকে জানার সর্বশেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা।
মহাত্মা গান্ধী
* মানুষের প্রতি বিশ্বাস হারালে চলবে না। কারণ, মানবতা হল সাগরের মতো। সাগরের জলে ময়লা মিশে গেলে সমগ্র সাগরের জল কি নোংরা হয়ে যায়? তা যেমন হয় না, তেমনই কিছু খারাপ মানুষের জন্য সমগ্র মানবজাতিকে খারাপ ভাবলে ভুল হবে।
* মানুষের প্রতি বিশ্বাস হারালে চলবে না। কারণ, মানবতা হল সাগরের মতো। সাগরের জলে ময়লা মিশে গেলে সমগ্র সাগরের জল কি নোংরা হয়ে যায়? তা যেমন হয় না, তেমনই কিছু খারাপ মানুষের জন্য সমগ্র মানবজাতিকে খারাপ ভাবলে ভুল হবে।
মহাত্মা গান্ধী
* নিয়মিত বিকাশ জীবনের নিয়ম। যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে সে একসময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয়।
* নিয়মিত বিকাশ জীবনের নিয়ম। যে ব্যক্তি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সর্বদা কটু ভাষা ব্যবহার করে সে একসময় নিজেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে দেয়।
মহাত্মা গান্ধী
* জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে।
* জীবনের গতি বাড়ানোর থেকেও অনেক কিছু জীবনে আছে।
মহাত্মা গান্ধী
* সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো।
* সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো।
মহাত্মা গান্ধী
* কিছু মানুষ আপনাকে এতটাই অপছন্দ করেন যে তাঁরা প্রথমে আপনাকে পাত্তাই দেবে না। তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাতেও কাজ না হলে লড়াই করবে। এমনকী, আপনাকে অসম্মান করবে। কিন্তু এত কিছুর পরেই আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন, তাহলে আপনিই জিতবেন।
* কিছু মানুষ আপনাকে এতটাই অপছন্দ করেন যে তাঁরা প্রথমে আপনাকে পাত্তাই দেবে না। তারপর আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাতেও কাজ না হলে লড়াই করবে। এমনকী, আপনাকে অসম্মান করবে। কিন্তু এত কিছুর পরেই আপনি যদি লক্ষ্যে স্থির থাকেন, তাহলে আপনিই জিতবেন।
মহাত্মা গান্ধী
* একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।
* একটি দেশের মহানতা এবং নৈতিক প্রগতি এই বিষয়ে মাপা যেতে পারে যে সেই দেশে জন্তু-জানোয়ার দের সাথে কি রকম ব্যবহার করা হয়।
মহাত্মা গান্ধী
* ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় কোথাও নেই। ভাল অভিভাবকের মত শিক্ষক কোথাও নেই।
মহাত্মা গান্ধী
* আমার ধর্ম সত্য ও অহিংসার উপর নির্ভরশীল। সত্য আমার ঈশ্বর। অহিংসা তাকে পাওয়ার উপায়।
* আমার ধর্ম সত্য ও অহিংসার উপর নির্ভরশীল। সত্য আমার ঈশ্বর। অহিংসা তাকে পাওয়ার উপায়।
মহাত্মা গান্ধী
* যেই দিন প্রেমের শক্তি, শক্তির প্রেম থেকে বড় হবে সেই দিন বিশ্বে শান্তি কায়েম হবে।
* যেই দিন প্রেমের শক্তি, শক্তির প্রেম থেকে বড় হবে সেই দিন বিশ্বে শান্তি কায়েম হবে।
মহাত্মা গান্ধী
* নিঃশব্দ সবথেকে বড় কথন। ধীরে ধীরে গোটা দুনিয়া আপনাকে শুনবে।
* নিঃশব্দ সবথেকে বড় কথন। ধীরে ধীরে গোটা দুনিয়া আপনাকে শুনবে।
মহাত্মা গান্ধী
* আমি তাকেই ধার্মিক মনে করি যে অন্যের ব্যথা বুঝতে পারে।
* আমি তাকেই ধার্মিক মনে করি যে অন্যের ব্যথা বুঝতে পারে।
মহাত্মা গান্ধী
* শান্তির কোন পথ নেই, কেবলমাত্র শান্তি আছে।
* শান্তির কোন পথ নেই, কেবলমাত্র শান্তি আছে।
মহাত্মা গান্ধী
* প্রার্থনা কোন বৃদ্ধ মহিলার বেকার মনোরঞ্জন নয়। সঠিকভাবে কাজে লাগালে তা কর্মের সবথেকে শক্তিশালী হাতিয়ার হতে পারে।
* প্রার্থনা কোন বৃদ্ধ মহিলার বেকার মনোরঞ্জন নয়। সঠিকভাবে কাজে লাগালে তা কর্মের সবথেকে শক্তিশালী হাতিয়ার হতে পারে।
মহাত্মা গান্ধী
* বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ। কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ই হলো প্রকৃত ধর্ম।
* বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার খুব সহজ। কিন্তু যে আপনাকে শত্রু ভাবে তার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার ই হলো প্রকৃত ধর্ম।
মহাত্মা গান্ধী
* দারিদ্র হিংসার সবথেকে ভয়ঙ্কর রূপ।
* দারিদ্র হিংসার সবথেকে ভয়ঙ্কর রূপ।
মহাত্মা গান্ধী
* আপনি যদি বিশ্বাস করেন, কোনও কাজ আপনি করতে পারবেন, তাহলে জানবেন সেই কাজটা করার ক্ষমতাও আপনার মধ্যে এসে যাবে। হয়তো কাজের শুরুতে সাফল্য নাও পেতে পারেন। কিন্তু সব শেষে সাফল্য আপনার সঙ্গী হবেই হবে।
* জীবনকে এমন ভাবে উপভোগ করুন যেন আজই আপনার শেষ দিন।
মহাত্মা গান্ধী
* স্বাধীনতা পেয়ে কী লাভ, যে স্বাধীনতায় ভুল করার স্বাধীনতা নেই।
* স্বাধীনতা পেয়ে কী লাভ, যে স্বাধীনতায় ভুল করার স্বাধীনতা নেই।
মহাত্মা গান্ধী
* অল্পতে সন্তুষ্ট থাকলেই সুখের সন্ধান মিলবে। তা না হলে জীবনেও সুখে থাকতে পারবেন না।
* অল্পতে সন্তুষ্ট থাকলেই সুখের সন্ধান মিলবে। তা না হলে জীবনেও সুখে থাকতে পারবেন না।
মহাত্মা গান্ধী
* তর্কবিতর্কের মাধ্যমে মিথ্যা কোনদিন সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনদিন মিথ্যা হয়ে যাবে না।
* তর্কবিতর্কের মাধ্যমে মিথ্যা কোনদিন সত্য হয় না এবং কেউ দেখতে পাচ্ছে না বলে সত্য কোনদিন মিথ্যা হয়ে যাবে না।
মহাত্মা গান্ধী
* শক্তি শারীরিক ক্ষমতা থেকে আসে না। এটা অদম্য ইচ্ছা শক্তি থেকে উৎপন্ন হয়।
মহাত্মা গান্ধী
* যেখানেই ভালোবাসা সেখানেই ঈশ্বর।
* যেখানেই ভালোবাসা সেখানেই ঈশ্বর।
মহাত্মা গান্ধী
* মহিলাদের কে দুর্বল বলা মানে তাদের অপমান করা। এটা মহিলাদের প্রতি করা পুরুষদের অন্যায়।
* মহিলাদের কে দুর্বল বলা মানে তাদের অপমান করা। এটা মহিলাদের প্রতি করা পুরুষদের অন্যায়।
মহাত্মা গান্ধী
* বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে। অন্ধবিশ্বাস বেশিদিন বাঁচে না।
* বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে। অন্ধবিশ্বাস বেশিদিন বাঁচে না।
মহাত্মা গান্ধী
* দয়ালু ভাবে করা ছোট্ট কর্ম প্রার্থনাই নত হাজার মাথার থেকে অধিক ভালো।
* দয়ালু ভাবে করা ছোট্ট কর্ম প্রার্থনাই নত হাজার মাথার থেকে অধিক ভালো।
মহাত্মা গান্ধী
Final Words
এখানে আমরা মহাত্মা গান্ধীর উক্তি বা বাণী সম্পর্কে আলোচনা করেছি। এটি খুব সহায়ক এবং আপনাকে অনুপ্রাণিত করবে। আমি আশা করি আপনি এই নিবন্ধটি পছন্দ করবেন এবং এই নিবন্ধটি পড়ার পরে আপনি অনুপ্রাণিত হবেন। য্দি আর কিছু মহাত্মা গান্ধীর উক্তি বা বাণী আপনার জানা থাকে তাহলে অবশ্য়ই কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্ট আমাদের কালেকশন- এর সাথে যুক্ত করে দেব । আপনি যদি এই নিবন্ধটি পছন্দ করেন, দয়া করে এটি বন্ধুদের এবং পরিবারের সদস্যদের সাথে Share করুন। আমাদের ওয়েব্সাইট কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ।
120+ Mahatma Gandhi Quotes/Bani In Bengali [ মহাত্মা গান্ধীর চিরন্তন বানী বাংলায় ]
Reviewed by Anirban Mondal
on
November 10, 2022
Rating:
![120+ Mahatma Gandhi Quotes/Bani In Bengali [ মহাত্মা গান্ধীর চিরন্তন বানী বাংলায় ]](https://1.bp.blogspot.com/-Sh2mHjzD5Ek/XnRkxM43moI/AAAAAAAABeI/thDtrCIphaQXZIGHi3MkJyoCV9wecddIgCLcBGAsYHQ/s72-c/Mahatma-Gandhi%252C_studio%252C_1931.jpg)
No comments: